সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

হিন্দি সিরিজে নতুন ভূমিকায় সন্দীপ্তা সেন, বড় চ্যালেঞ্জে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ১১:৩৩ এএম

হিন্দি সিরিজে নতুন ভূমিকায় সন্দীপ্তা সেন, বড় চ্যালেঞ্জে

ছবি- সংগৃহীত

টানা ১২ বছর ছোটপর্দায় কাজ করার পর সাময়িকভাবে বাংলা সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তবে থেমে নেই তার অভিনয় জীবন। এবার তিনি কাজ করছেন সর্বভারতীয় চ্যানেলের জন্য নির্মিত একটি হিন্দি সিরিজে। এটি তার বিনোদন ক্যারিয়ারের একটি নতুন চ্যালেঞ্জ, কারণ তাকে একটি পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করতে হচ্ছে।

এই নতুন সিরিজটির নাম ‘সম্পূর্ণা’। এটি বাংলা ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’-এর হিন্দি রূপান্তর। সিরিজের মূল চরিত্রে অভিনয় করতে এখন সন্দীপ্তা কলকাতায় নিজের জায়গা, পরিবার ও স্বামীকে ছেড়ে চণ্ডীগড়ে অবস্থান করছেন। সেখানে তিনি প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন।

অনেকের ধারণা, কলকাতার মানুষ হিন্দি ভালো বলতে পারেন না। এই বিষয়ে সন্দীপ্তা বলেন, “একেবারেই না। আমি কলকাতার ভবানীপুরে বড় হয়েছি, হিন্দি বলতে আমার খুব একটা অসুবিধা হয় না। তবে চণ্ডীগড়ের আবহাওয়া আর খাবারের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারিনি।”

একজন পেশাদার অভিনেত্রী হিসেবে তিনি সবসময়ই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে আগ্রহী। এই সিরিজে তার চ্যালেঞ্জ আরও বড়; কারণ তাকে একটি পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করতে হচ্ছে। প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে পাননি, কারণ শুটিং শুরুর মাত্র পাঁচ দিন আগেই তাকে চরিত্র ও গল্প সম্পর্কে জানানো হয়েছিল।

বাংলা ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’-এর পরিচালক অদিতি রায়ই এই হিন্দি সিরিজেরও পরিচালক। তার ইচ্ছাতেই সন্দীপ্তা সেন চণ্ডীগড়ের এক পাঞ্জাবি পরিবারের মেয়ে ‘মিট্টি’ হয়ে উঠেছেন।