আগস্ট ১৮, ২০২৫, ০১:১৪ পিএম
দেশের উপকূলীয় অঞ্চলের সম্পদগুলোর টেকসই ব্যবহার নিশ্চিত করতে বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ এবং এ বিষয়ে গবেষণা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। কিন্তু প্রকৃতির ওপর আমরা নির্মম, নির্দয়। এভাবে চলতে থাকলে মাছ একদিন কপাল থেকে উঠে যাবে।" তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি।
ড. ইউনূস অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা এবং নদীতে বর্জ্য ফেলে পানি দূষণকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে পড়া বিরূপ প্রভাবের কথা তুলে ধরেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই পদ্ধতি আবিষ্কারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, "অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বাড়াতে আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।" এসময় তিনি সবাইকে প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। প্রধান উপদেষ্টার এই আহ্বান মৎস্যসম্পদ রক্ষায় একটি বিজ্ঞানভিত্তিক এবং টেকসই নীতির প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করবে।