সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আসছে ‘ধূমকেতু ২’, শুভ খবর দিলেন পরিচালক কৌশিক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ০৩:৩৬ পিএম

আসছে ‘ধূমকেতু ২’, শুভ খবর দিলেন পরিচালক কৌশিক

ছবি- সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর বড় পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে দর্শক মহলে সাড়া ফেলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি 'ধূমকেতু'। গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি প্রেক্ষাগৃহের হাউসফুল বোর্ড এবং বক্স অফিসের সাফল্যের মাধ্যমে বাংলা ছবির জগতে এক নতুন উন্মাদনা তৈরি করেছে।

তবে ছবিটি দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন, এই অসম্পূর্ণ গল্পের দ্বিতীয় ভাগ কবে আসবে? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী নিজেই।

‘ধূমকেতু’ ছবির দ্বিতীয় ভাগ কবে মুক্তি পাবে এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “আমার কাজ ছিল গল্প অসমাপ্ত রাখা, আমি তা লিখে দিয়েছি। আমি অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজকদের জানিয়ে দিয়েছি যে আমার গল্প কিন্তু এখনও শেষ হয়নি।”

পরিচালক আরও বলেন, “তবে আমার যা মনে হয় দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। মানুষের এই ভালোবাসা, ছবির এত বড় সাফল্য দেখে মনে হচ্ছে না সেটা আটকানো সম্ভব হবে। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ধূমকেতু ২।”

প্রসঙ্গত, এই ছবিতে দেব এবং শুভশ্রী ছাড়া যিনি সব থেকে বেশি নজর কেড়েছেন, তিনি হলেন রুদ্রনীল ঘোষ। ছবির অনেকটা জুড়েই তিনি রয়েছেন। দর্শকরা মনে করছেন, ভানুর বন্ধু তথা পোস্টবাবুর চরিত্রটি রুদ্রনীল ছাড়া আর কেউ এত ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন না।