আগস্ট ১৮, ২০২৫, ১০:২২ এএম
নাট্যাঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্ত যোগ হতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে মঞ্চায়িত হতে চলেছে স্কাইলাসের বিখ্যাত গ্রিক নাটক ‘তর্পণ বাহকেরা’। আগামী ১৯, ২০ ও ২১ আগস্ট—এই তিন দিনব্যাপী নাটকটির মঞ্চায়ন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ।
নাটকটি প্রতিদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টা থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দর্শকরা টিকিট কেটে নাটকটি উপভোগ করতে পারবেন। নাটকটির অনুবাদ করেছেন মোবাশ্বের আলী এবং এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন।
এ বিষয়ে নাটকের একজন শিক্ষার্থী এবং কোরাসের সদস্য দিয়া চৌধুরী বলেন, "এটি শুধু আমাদের জন্য নয়, পুরো দেশের নাট্যাঙ্গনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। গ্রিক ট্র্যাজেডি হাজার বছরের পুরোনো হলেও তার গল্প ও আবেগ আজও প্রাসঙ্গিক।" তিনি দর্শকদের এই ঐতিহাসিক যাত্রায় সঙ্গী হওয়ার আহ্বান জানান।
নাটকে ইলেক্ট্রা চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী অথৈ দাস মেঘলা বলেন, "ইউরিপিদিস, সফোক্লিস কিংবা এস্কাইলাসের মতো কালজয়ী নাটক আমরা এতদিন কেবল বইয়ে পড়েছি। সেটি জীবন্তভাবে দর্শকের সামনে ফুটিয়ে তোলা এক ঐতিহাসিক মুহূর্ত। আশা করি এই নাটক দর্শকদের হৃদয়ে দাগ কেটে যাবে এবং গ্রিক ট্র্যাজেডির সৌন্দর্য আপনাদের ভাবনার পরিশুদ্ধি ঘটাবে।"