সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ডাকসু ও হল সংসদ নির্বাচন: মোট ১৭৯১ মনোনয়ন ফরম বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ০৬:৩৮ পিএম

ডাকসু ও হল সংসদ নির্বাচন: মোট ১৭৯১ মনোনয়ন ফরম বিতরণ

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সোমবার শেষ হয়েছে। শেষ দিনে মোট ৪৪২ জন প্রার্থী ডাকসু নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সব মিলিয়ে ডাকসুতে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৬৫ জন।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

হল সংসদের ফরম বিতরণ ডাকসু ছাড়াও হল সংসদের বিভিন্ন পদের জন্য মোট ১২২৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। হলভিত্তিক সংখ্যাগুলো হলো:

  • সলিমুল্লাহ মুসলিম হল: ৭১

  • শহীদুল্লাহ হল: ৯৭

  • জগন্নাথ হল: ৬৬

  • ফজলুল হক মুসলিম হল: ৭৮

  • জহুরুল হক হল: ৯৩

  • সূর্যসেন হল: ৯০

  • মুহসিন হল: ৭৪

  • শামছুন্নাহার হল: ৩৭

  • জসীমউদ্দিন হল: ৭৪

  • জিয়াউর রহমান হল: ৮৭

  • শেখ মুজিবুর রহমান হল: ৬৯

  • সুফিয়া কামাল হল: ৪০

  • রোকেয়া হল: ৪৬

  • কুয়েত মৈত্রী হল: ২৯

  • ফজিলাতুন্নেছা মুজিব হল: ৩০

  • অমর একুশে হল: ৮৪

  • বিজয় একাত্তর হল: ৮৮

  • এফ রহমান হল: ৭৩

পরবর্তী পদক্ষেপ ও নির্বাচন কমিশনের বক্তব্য মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপরই জানা যাবে কোন পদে কতজন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, "ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেয়নি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।"