মো. ফাহিম সরকার
আগস্ট ১৫, ২০২৫, ১১:১৪ পিএম
ছবি- মো. ফাহিম সরকার | দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুরসহ পার্শ্ববর্তী ৬টি উপজেলা থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ও উপহার প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে। অতিথিরা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবুল কালাম আযাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারি মো. আব্দুল আলিম আরিফ। এছাড়া প্রধান মেহমান ছিলেন হাফেজ মো. মোজাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা সভাপতি সাজিদুর রহমান সাজু।
অনুষ্ঠানে দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, ড. মোহাদ্দিস এনামুল হক, ডা. মো. আনোয়ার কবির উজ্জল, ডা. মো. শাহ আলম সাজিদ, ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, অ্যাডভোকেট শাহিনুর রহমান, বনিত সমিতির সভাপতি মাও. আশরাফুল ইসলাম এবং অর্থনীতিবিদ মো. মাসুদুর রহমান সৌজন্য বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।" তারা সমাজ ও নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত কয়েকজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করে 'প্রতিধ্বনি শিল্পী গোষ্ঠী'।