মোঃ মোমিনুল ইসলাম
আগস্ট ১৫, ২০২৫, ১১:২৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, "মানুষ চায় বিএনপি এই দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য তারা মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপথগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।"
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সাবেক জেলা দলের ফুটবলার ও ক্রীড়া সংগঠক কাজী মাহামুদ হোসেন লিটু, দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ মজুমদার, দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু তাহের এবং দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু। খেলা সঞ্চালনা করেন রেজওয়ানুল রুবেল।
এই টুর্নামেন্টের আয়োজন করে ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব, সদর, দিনাজপুর।