শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বাজেট স্মার্টফোন বাজারে নতুন চমক: Tecno Spark Go 5G লঞ্চ হলো ভারতে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৫, ০৭:১৬ পিএম

বাজেট স্মার্টফোন বাজারে নতুন চমক: Tecno Spark Go 5G লঞ্চ হলো ভারতে

Image Credits: Flipkart

বাজেট স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো টেকনো। কোম্পানিটি সম্প্রতি তাদের জনপ্রিয় স্পার্ক সিরিজের নতুন সদস্য Tecno Spark Go 5G ভারতের বাজারে লঞ্চ করেছে। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং বিশাল ব্যাটারি নিয়ে আসা এই ফোনটি সাশ্রয়ী মূল্যে 5G অভিজ্ঞতা দিতে প্রস্তুত। এটি তার সেগমেন্টে সবচেয়ে স্লিম ও হালকা 5G ফোন হিসেবেও পরিচিতি পাচ্ছে।

Tecno Spark Go 5G-তে রয়েছে একটি ৬.৭৪ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ (MediaTek Dimensity 6400) চিপসেট ব্যবহার করা হয়েছে, যা এই দামের ফোনে উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ একটিমাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফির জন্য রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের এআই-পাওয়ার্ড মেইন ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে আছে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৬০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি, যা ১৮W ফাস্ট চার্জিং সমর্থন করে। এটি Android 15-ভিত্তিক HiOS-এর উপর চলে এবং এতে "No Network Communication" এর মতো বিশেষ ফিচার রয়েছে, যা সিম ছাড়া কল করার সুবিধা দেয়। ফোনটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিলিমিটার এবং ওজন ১৯৪ গ্রাম।

Tecno-এর দাবি অনুযায়ী, এটি তাদের সেগমেন্টের সবচেয়ে স্লিম এবং হালকা 5G স্মার্টফোন। এতে আরও কিছু বিশেষ ফিচার যেমন Ella AI অ্যাসিস্ট্যান্ট এবং Google-এর Circle to Search ফিচার যোগ করা হয়েছে। ধুলো এবং হালকা জলের ছিটা থেকে সুরক্ষার জন্য এটিতে IP64 রেটিং রয়েছে।

ভারতে Tecno Spark Go 5G-এর দাম নির্ধারণ করা হয়েছে ৯,৯৯৯ রুপি (প্রায় ১৩,০০০ টাকা)। এটি তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে: ইঙ্ক ব্ল্যাক (Ink Black), স্কাই ব্লু (Sky Blue) এবং টারকোয়েজ গ্রিন (Turquoise Green)। আগামী ২১শে আগস্ট থেকে Flipkart-এর মাধ্যমে এর বিক্রি শুরু হবে।