শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

অলিউর রহমান মিরাজ

আগস্ট ১৫, ২০২৫, ১১:০৩ পিএম

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ২নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ওয়াহেদুজ্জামান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, ছাত্রদলের সদস্য সচিব মো. মাহফুজ মুক্তি, কৃষক দলের সভাপতি কবিরুল ইসলাম বকুল, শ্রমিক দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম আব্দুল লতিফ