আগস্ট ১৫, ২০২৫, ০৬:৩৮ পিএম
দুই মৌসুমের বিরতির পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)-এ ফেরাটা সুখকর হলো না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। ব্যাটে-বলে অনুজ্জ্বল ছিলেন টাইগার অলরাউন্ডার।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তবে তাদের শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি মাত্র ১৭.১ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন কারিমা গোরে, যিনি ৩৪ বলে ৬১ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তবে দলের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১৬ বল খেলে তিনি মাত্র ১১ রান করে আউট হন। তার ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি। আফগানিস্তানের বাঁ-হাতি রিস্ট স্পিনার ওয়াকার সালামখেইল একাই ৪ উইকেট নিয়ে অ্যান্টিগার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া ফজলহক ফারুকি ও নাসিম শাহ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস কোনো রকম চাপ ছাড়াই জয় তুলে নেয়। ইভিন লুইসের দ্রুত ২৫ রানের ইনিংসের পর অ্যালিক অ্যাথানেজ অপরাজিত ৩৭ রান করে দলকে ১৫ ওভারেই জয় এনে দেন। অ্যান্টিগার পক্ষে রাহকিম কর্নওয়াল দুটি এবং ওবেদ ম্যাককয় ও এএম গাজানফার একটি করে উইকেট লাভ করেন।
বোলিংয়েও সাকিবকে খুব একটা কার্যকরী মনে হয়নি। ম্যাচের প্রায় শেষ মুহূর্তে তিনি কেবল এক ওভার বল করার সুযোগ পান, যেখানে তিনি কোনো উইকেট না নিয়ে ৬ রান দেন। দলের এই পরাজয় এবং নিজের নিষ্প্রভ পারফরম্যান্সের পর সাকিব ও তার দল ফ্যালকনসকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।