রকিবুল হাসান মুন্না
আগস্ট ১৪, ২০২৫, ১০:৫৮ এএম
ছবি- রকিবুল হাসান মুন্না | দিনাজপুর টিভি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর: শিক্ষক ও শিক্ষার্থীদের যোগাযোগ, গবেষণা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেন্টার ফর কমিউনিকেশন, রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার স্কিলস (সিসিআরসিএস)। বুধবার (১৩ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'রিজিউম ও জব সার্চ' বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং 'প্রথম আলো'-এর রংপুর প্রতিনিধি জহির রায়হান। সেশন পরিচালনা করেন ব্র্যাকের ক্যারিয়ার কাউন্সেলিং ও স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অফিসার মো. রাব্বী হাসান, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম এবং সিসিআরসিএস-এর পরিচালক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহামুদুল হক। প্রায় শতাধিক শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে সিসিআরসিএস-এর পরিচালক মোহা. মাহামুদুল হক বলেন, "সিসিআরসিএস শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যা যোগাযোগ, গবেষণা ও চাকরির দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি জানান, বছরে প্রায় ২৪টি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে, যেখানে অংশগ্রহণকারীরা সনদ পাবেন।
অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, "স্বল্প পরিসরে ২০২৫ সালে শুরু হলেও ২০৩৫-৪০ সালের মধ্যে এটি একটি বৃহৎ ও পরিশীলিত প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমার বিশ্বাস।"
সিসিআরসিএস-এর প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে থাকবে ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ দক্ষতা, সংবাদ উপস্থাপনা, মাল্টিমিডিয়া রিপোর্টিং, কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও জার্নাল আর্টিকেল প্রকাশনা। এছাড়া চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগও থাকবে।