সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের তথ্য চাইল মাদ্রাসা অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ১০:৪৭ এএম

গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের তথ্য চাইল মাদ্রাসা অধিদপ্তর

ছবি- সংগৃহীত

শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ মাদ্রাসা। সেই মাদ্রাসার শিক্ষার্থীরা যারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত হয়েছেন, তাদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ আগস্টের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসাকে ই-মেইলের মাধ্যমে এই তথ্য পাঠাতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন মাদরাসাগুলো থেকে শহীদ ও আহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সংগ্রহের জন্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে রয়েছে:

  • শহীদ বা আহত শিক্ষার্থীর নাম

  • পিতার নাম ও মোবাইল নম্বর

  • স্থায়ী ঠিকানা

  • সংশ্লিষ্ট মাদ্রাসার নাম ও মাদ্রাসা প্রধানের মোবাইল নম্বর

এই নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি স্মারকের আলোকে দেওয়া হয়েছে।

এর আগে, গত ১১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বীরগাথা লিখিত আকারে ২০ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেছে এবং তাদের অবদান চিরকাল স্মরণীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে শহীদ ও আহত শিক্ষার্থীদের ছবি ও তথ্যসহ সর্বোচ্চ দুই পাতার একটি প্রবন্ধ প্রস্তুত করে পাঠাতে হবে। প্রবন্ধের সঙ্গে প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট বা অন্যান্য নথি প্রমাণ হিসেবে যুক্ত করতে হবে।