আগস্ট ১৮, ২০২৫, ১২:৪০ পিএম
ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও গবেষক আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।
ল্যাবএইড গ্রুপের চেয়ারম্যান ডা. এ এম শামীম সোমবার (১৮ আগস্ট) সকালে গণমাধ্যমকে জানান, আহমদ রফিকের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে এবং তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। এছাড়া, তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি। বয়সের কারণে শারীরিক দুর্বলতাও রয়েছে। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। হাসপাতাল তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।
৯৬ বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে পা ভাঙার পর থেকেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। ২০১৯ সাল থেকে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে এবং ২০২৩ সাল থেকে তিনি প্রায় পুরোপুরি দৃষ্টিহীন। এই কারণে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিক কষ্টে ছিলেন।
এককভাবে নিউ ইস্কাটনের গাউসনগরে ভাড়া বাসায় বসবাস করা আহমদ রফিক তার অসুস্থ অবস্থায় খুবই দুর্বল ও প্রায় অচেতন ছিলেন। তার দেখভাল করছিলেন ব্যক্তিগত সহকারী আবুল কালাম।
১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী আহমদ রফিক ভাষা আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার নামে ১৯৫৪ সালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক, যার মধ্যে কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস এবং গবেষণাধর্মী কাজ উল্লেখযোগ্য। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছেন।