আগস্ট ১৮, ২০২৫, ১২:২৭ পিএম
রাজধানীর খুচরা বাজারে সবজির দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজিই বর্তমানে চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বেশির ভাগ সবজির মৌসুম শেষ হওয়া এবং টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কঁচুর লতি, বরবটি, ঝিঙ্গা ও কাঁকরোল কেজিপ্রতি ৮০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, করলা ১০০ টাকা, পটল ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি দাম দেখা গেছে টমেটো ও গাঁজরের। টমেটো কেজিপ্রতি ১৬০ টাকা এবং গাঁজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও বেশ চড়া, কেজিপ্রতি ২৪০ টাকা। একমাত্র কাঁচা পেঁপে কিছুটা স্বস্তি দিচ্ছে, যা কেজিপ্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারে সবজি কিনতে আসা ক্রেতা আবুল কালাম বলেন, “দীর্ঘদিন ধরেই সবজির দাম অনেক বেশি। মাছ-মাংসের কথা না হয় বাদই দিলাম, এখন সবজি কেনাও কঠিন হয়ে পড়েছে।”
মালিবাগ বাজারের বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, “পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম অনেক বেড়ে গেছে। এর ওপর টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় সরবরাহ কমেছে। এ কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আগে যে ক্রেতা এক কেজি সবজি কিনতেন, এখন তিনি আধা কেজি কিনছেন।” তিনি আরও বলেন, “বিক্রি কমে যাওয়ায় আমাদেরও লোকসান হচ্ছে।”
ক্রেতা জয়নুল হক বলেন, “সরবরাহ কম বলে বিক্রেতারা যে যুক্তি দিচ্ছেন, তার কোনো তদারকি হচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।”