আগস্ট ১৮, ২০২৫, ১২:৩০ পিএম
ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টস হলেও দুই দলই মাঠে নামার সুযোগ পায়নি।
ম্যাচের দিন সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল, যার ফলে টস হতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। দেরিতে হলেও টস জেতেন অ্যান্টিগা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিম এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচেও একাদশে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
কিন্তু টসের পরই আবার বৃষ্টি শুরু হয়, যা আর থামেনি। আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শন করেও খেলার জন্য উপযুক্ত পরিবেশ পাননি। ফলে বাধ্য হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়।
আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া সাকিব এই ম্যাচে জ্বলে উঠতে চাইলেও বৃষ্টির কারণে ভক্তদের সেই আশা পূরণ হয়নি। এবারের সিপিএলে এটি ছিল অ্যান্টিগার তৃতীয় ম্যাচ, যেখানে তারা একটি মাত্র ম্যাচ জিতেছে। অন্যদিকে, সেন্ট লুসিয়া কিংসের এটি ছিল প্রথম ম্যাচ, এবং তারা এই ম্যাচ থেকে পয়েন্টের খাতা খুলল।
টসের সময় সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ডেভিড ভিসে বলেছিলেন, “খুব উদগ্রীব হয়ে আছি। অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে। আমি জানি শিরোপা জেতা কঠিন এবং সেটা ধরে রাখা আরও কঠিন। আমরা একেকটা ম্যাচ ধরে এগোতে চাই।”
অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেন, “অনেক বৃষ্টি হয়েছে। তাই উইকেট থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাই। আমরা শুধু চাই গতকালের মতো খেলতে। টানা ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমরা তাদের কম রানে আটকে রাখতে পারব।”