আগস্ট ১৭, ২০২৫, ০৬:০৬ পিএম
ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার একটি দৃশ্যপট তৈরি হচ্ছিল। ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অনেকেই তার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছিলেন। তবে সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। এই ঘটনা তার জাতীয় দলে ফেরার ক্ষীণ সম্ভাবনাকে নষ্ট করে দিল কিনা, তা নিয়ে দেশের খেলাধুলা মহলে জোর আলোচনা চলছে।
গত ১৫ আগস্ট সাকিব আল হাসান তার ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহিদ সদস্যের ছবি ছিল। পোস্টে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার এই পোস্ট সরকারের নজরে এসেছে বলে ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, "সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করলো। শেষ সম্ভাবনা যতটুকু ছিল, তা নষ্ট করলো।" সূত্রটি আরও জানায়, ২০২৪ পরবর্তী যারা আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা নতুন সরকারের সঙ্গে যায় না, এই সাধারণ উপলব্ধি সাকিব বুঝতে পারেননি।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে সাকিব আল হাসান মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যদিও সেই নির্বাচনকে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো 'প্রহসন'-এর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছিল। গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এখনো দেশে ফেরেননি। এর মধ্যে তার কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দেখা গেছে।
এছাড়াও, সম্প্রতি এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে এবং আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
সব মিলিয়ে, তার এই রাজনৈতিক ও আইনি জটিলতা নতুন করে তার ক্রিকেট ক্যারিয়ারকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। যে সম্ভাবনা তৈরি হচ্ছিল, তা যেন নতুন এই বিতর্কে আরও কঠিন হয়ে পড়েছে।