আগস্ট ১৭, ২০২৫, ১০:২২ এএম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে যে আনন্দ এনে দিয়েছিল সাবিনা খাতুনের নেতৃত্বাধীন নারী ফুটবল দল, সেই আনন্দের রেশ ফিকে হতে চলেছে বাফুফের উদাসীনতায়। ঐতিহাসিক জয়ের প্রায় এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষিত দেড় কোটি টাকার প্রাইজমানি আজও পাননি সাবিনা, আফঈদা, ঋতুপর্ণা চাকমাদের মতো খেলোয়াড়রা। এই নিয়ে ফুটবল অঙ্গনে এবং খেলোয়াড়দের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং অন্যান্য প্রতিষ্ঠান খেলোয়াড়দের জন্য পুরস্কার ঘোষণা করে। বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের প্রতিশ্রুত অর্থ অনেক আগেই খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছে। কিন্তু যাদের সবার আগে পুরস্কার বুঝিয়ে দেওয়ার কথা, সেই বাফুফেই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী ফুটবলার বলেন, "যখন আমরা শিরোপা জিতেছিলাম, তখন সবাই আমাদের নিয়ে গর্ব করেছিল। বাফুফের পক্ষ থেকে যে বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা এসেছিল, তা আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। কিন্তু এত সময় পেরিয়ে যাওয়ার পরও টাকা না পাওয়ায় আমরা হতাশ। আমাদের মনে হচ্ছে, আমাদের সাফল্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।"
অন্যদিকে, বাফুফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বাফুফের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, তহবিলের জটিলতার কারণে এই অর্থ পরিশোধে দেরি হচ্ছে। যদিও এই ধরনের অজুহাত খেলোয়াড় এবং ফুটবলপ্রেমীদের কাছে গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার স্বপ্ন দেখছে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা ১৫ বছর হয়েছে। এই পর্যায়ে এসে খেলোয়াড়দের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি না পেলে তা তাদের মনোবল ভেঙে দিতে পারে।