রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

হালান্ডের জোড়া গোল, চিরচেনা রূপে ফিরল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ১০:২৭ এএম

হালান্ডের জোড়া গোল, চিরচেনা রূপে ফিরল ম্যানসিটি

ছবি- সংগৃহীত

হালান্ডের জোড়া গোলে শুরুতেই উড়ন্ত ম্যানসিটি, বার্তা ছুঁড়ল প্রিমিয়ার লিগে

ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল চিরচেনা রাজসিক মেজাজে। গেল মৌসুমের হতাশা পেছনে ফেলে উলভারহ্যাম্পটনকে তাদের মাঠেই ৪–০ গোলে উড়িয়ে দিল পেপ গার্দিওলার দল। এই জয়ে দলের দুঃসময় কাটানোর ইঙ্গিত দিয়েছেন আর্লিং হালান্ডও, যিনি একাই করেছেন জোড়া গোল।

ম্যাচের শুরুটা অবশ্য কিছুটা ভিন্ন ছিল। উলভসের আক্রমণের মুখে সিটি রক্ষণভাগে খানিকটা চাপ পড়েছিল। ২৬ মিনিটে মুনেতসি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এতে মনে হচ্ছিল, গত মৌসুমের খারাপ সময় বুঝি নতুন করেও তাড়া করবে সিটিকে।

তবে স্বাগতিকদের সেই চেষ্টা বাতিল হতেই ম্যাচের গতি বদলে যায়। ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরতে থাকে সিটি। ৩৪ মিনিটে আসে প্রথম গোল। ডাচ মিডফিল্ডার রেইনডার্স দুর্দান্ত দৌড়ে বল নিয়ে ঢুকে দেন লুইসকে, যিনি গোলের সামনে দাঁড়ানো হালান্ডকে সহজ পাস দেন। হালান্ড অনায়াসে বল জালে জড়িয়ে দেন। উলভসের বিপক্ষে এটি ছিল নরওয়েজিয়ান তারকার দশম গোল।

প্রথম গোলের মাত্র তিন মিনিট পরেই আবারও জ্বলে ওঠেন রেইনডার্স। মাঝমাঠ থেকে বল পেয়ে নিচু শটে জালে পাঠান তিনি। এই গোলে বিরতির আগেই ২–০ গোলে এগিয়ে যায় সিটি।

বিরতির পর উলভস কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও গোলরক্ষক ট্র্যাফোর্ডের দৃঢ়তায় তা ভেস্তে যায়। সিটি দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় এবং আক্রমণে মনোযোগ দেয়। ৬১ মিনিটে দীর্ঘ পাস থেকে শুরু হওয়া আক্রমণে রেইনডার্স এবং অস্কার ববের মধ্যে বল দেওয়া-নেওয়ার পর বল হালান্ডের পায়ে আসে। তিনি নিচু শটে আবারও জাল কাঁপান, যা উলভস গোলরক্ষকের হাতে লেগেও ঠেকানো সম্ভব হয়নি।

ম্যাচের শেষ গোলটি আসে ৮১ মিনিটে। তরুণ ফরাসি খেলোয়াড় রায়ান চেরকি গোলের খাতায় নাম লেখান। বাঁ দিক দিয়ে ড্রিবল করে বক্সের সামনে এসে নিচু শটে বল পোস্টের কোণে পাঠিয়ে সিটির বড় জয় নিশ্চিত করেন।

গত মৌসুমটা ম্যানচেস্টার সিটির জন্য খুবই বাজে কেটেছে, এমনকি কোচ পেপ গার্দিওলারও এমন বাজে মৌসুম আগে আসেনি। সেই দুঃসময়কে পেছনে ফেলতে নতুন মৌসুমের শুরুতেই একটি বড় জয় প্রয়োজন ছিল। উলভসের মাঠে সেই গুরুত্বপূর্ণ জয়টা পেয়েই গেল সিটি, যা তাদের আত্মবিশ্বাসকে নতুন করে উজ্জীবিত করবে।