সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানিয়ে ১৭৬০টি আবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৭, ২০২৫, ০৬:২৬ পিএম

সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানিয়ে ১৭৬০টি আবেদন

ছবি- সংগৃহীত

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশের পর ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এই আবেদনগুলোতে ৮৩টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করার দাবি জানানো হয়েছে। এটি অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার মধ্যে স্থান করে নিয়েছে।

গত ৩০ জুলাই ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল ইসি। তখন ১০ আগস্টের মধ্যে দাবি ও আপত্তি জানানোর জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে বলে রোববার ইসি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রকাশিত খসড়ায় ইসি প্রাথমিকভাবে ৩৯টি আসনে পরিবর্তন এনেছিল। আসনগুলো হলো—পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরীয়তপুর ২ ও ৩; ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ১০ ও ১১; নোয়াখালী ১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩।

এখন নতুন করে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন।