মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিওর বিশ্বরেকর্ড স্পর্শের খবর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ১০:১৭ এএম

ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিওর বিশ্বরেকর্ড স্পর্শের খবর

ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও সম্প্রতি ফুটবলের ইতিহাসে এক অনবদ্য মাইলফলক স্পর্শ করেছেন। ২৮ বছরের পেশাদার ক্যারিয়ারে ১,৩৯০তম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার মাধ্যমে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিল্টনের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছেন। যদিও ফাবিও খুব বেশি পরিচিত নন, তার এই কীর্তি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্টালেজার বিপক্ষে মাঠে নামার সময় ফাবিও এই রেকর্ড গড়েন। ৪৪ বছর বয়সী এই গোলরক্ষক তার দীর্ঘ ক্যারিয়ারে উনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০), ক্রুজেইরো (৯৭৬) এবং ফ্লুমিনেন্সের (২৩৪) মতো ক্লাবের হয়ে খেলেছেন।

আগামী মঙ্গলবার কোপা সুদামেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে কালি-র বিপক্ষে খেললে ফাবিও শিল্টনকে পেছনে ফেলে এককভাবে এই রেকর্ডের মালিক হবেন। মজার বিষয় হলো, পিটার শিল্টন নিজেই ২০২৩ সালে বলেছিলেন, ফাবিও তার রেকর্ড ভাঙলে তিনি প্রথম ব্যক্তি হিসেবে তাকে অভিনন্দন জানাবেন।

এই মাইলফলক স্পর্শের পর ফাবিও গ্লোবো মিডিয়াকে বলেন, "ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। আমার পরিবার, বন্ধু, সহকর্মী—সবার প্রতি আমি কৃতজ্ঞ।" তিনি আরও বলেন, "আমি সবসময় একজন ভালো মানুষ হতে চাই এবং সতীর্থদের সাহায্য করাই আমার প্রধান উদ্দেশ্য। ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়।"

শিল্টনের ক্যারিয়ার ছিল ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এবং অন্যান্য পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট তার মোট ম্যাচ সংখ্যা ১,৩৯০ বললেও শিল্টন নিজে ১,৩৮৭টি ম্যাচের কথা বলেছেন। এই পার্থক্যটি মূলত অনানুষ্ঠানিক ম্যাচের গণনা নিয়ে তৈরি হয়েছে।