আগস্ট ১৮, ২০২৫, ০৪:৫৬ পিএম
পাকিস্তানের নাম প্রত্যাহারের কারণে অপ্রত্যাশিতভাবে হকির এশিয়া কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ জাতীয় হকি দল। ২৯ আগস্ট থেকে ভারতের রাজগিরে শুরু হতে যাচ্ছে হকির মর্যাদাপূর্ণ এই আসর।
নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের জায়গায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি দল। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, “আমরা আজ দুপুরে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ পেয়েছি। ইনশাআল্লাহ, আমরা এশিয়া কাপে অংশ নেব। আমাদের প্রস্তুতিও চলছে।”
১৯৮২ সাল থেকে বাংলাদেশ এশিয়া কাপে নিয়মিত অংশ নিলেও, এবার সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। পাকিস্তানের নাম প্রত্যাহার করার কারণে তাদের জায়গা সুযোগ পেল বাংলাদেশ।
১২তম আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করবে: ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ। টুর্নামেন্ট চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
এই আসরের গুরুত্ব অনেক বেশি কারণ, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য হকি বিশ্বকাপে ১৬ দলের সেই বিশ্বমঞ্চে জায়গা নিশ্চিত করবে।
বাংলাদেশ জাতীয় দল ইতিমধ্যেই ১৪ আগস্ট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে দলের শেষ প্রস্তুতি চলছে।