আগস্ট ১৮, ২০২৫, ১০:২৯ এএম
শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে থাকা তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদুল ইসলাম মাহিদ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুম্মানুল ইসলাম রাজ। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে তারা অসুস্থ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চিকিৎসার ব্যবস্থা করে।
বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গত রোববার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে আরও অনেকে তাদের সঙ্গে যোগ দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও বের করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা রাজি হননি। পরে সেখানেই স্যালাইন দিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে উপাচার্য ড. মো. শওকাত আলীসহ কয়েকজন শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন। তারা শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনড় থাকার কথা জানান।
এ বিষয়ে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা সংযুক্ত না থাকায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যা সময়সাপেক্ষ। তবে আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত এবং ইউজিসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।”
আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা শামসুর রহমান সুমন হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত সময়ের মধ্যে দাবি আদায়ে ব্যবস্থা নেওয়া না হলে এই বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি আন্দোলনের সূচনা হবে।”