সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বায়ুদূষণে ২৩তম অবস্থানে ঢাকা, শীর্ষে রিয়াদ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ১০:১৩ এএম

বায়ুদূষণে ২৩তম অবস্থানে ঢাকা, শীর্ষে রিয়াদ

ছবি- সংগৃহীত

ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকা এখন ২৩তম অবস্থানে রয়েছে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৯, যা বায়ুমানের দিক থেকে ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।

একই সময়ে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। রিয়াদের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। এর পরেই ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এরপর যথাক্রমে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১২১), বাহরাইনের রাজধানী মানামা (১১৫) এবং ব্রাজিলের সাও পাওলো (১১৫) রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে এই তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়, আর ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি। তবে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সারসহ নানা জটিলতায় বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলাকে চিহ্নিত করা হয়েছে।