আগস্ট ১৮, ২০২৫, ১২:০৭ পিএম
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০১৭ সালে পল্টন থানার একটি নাশকতার মামলায় তার ২ বছর ৬ মাসের কারাদণ্ড হয়েছিল।
সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন। এদিন সকালে শহিদুল ইসলাম বাবুল ওই মামলায় আত্মসমর্পণ করলে তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে আনা নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়েছিল। আইনজীবী জামিনের জন্য আবেদন করলেও বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।