সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:১৬ পিএম
প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশের বোলারদের সামনে বেশ ভুগেছেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সামনে তাদের টপ অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতো। শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় সফরকারীরা।
সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম আহমেদ।
ইনিংসের প্রথম ওভারে শেখ মেহেদি বোলিং করলেও, তৃতীয় ওভারেই লিটন তার হাতে বল তুলে দেন নাসুমের হাতে। আক্রমণে এসেই সফল হন এই বাঁহাতি স্পিনার। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা উইকেট পেয়ে তিনি ডাচ ব্যাটিং অর্ডারে ধস নামান। পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিন আহমেদও একটি উইকেট শিকার করেন।
পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে নেদারল্যান্ডস আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল তারা। তবে শেষদিকে আরিয়ান দত্তের ৩০ রানের ইনিংসের কারণে কোনোমতে তিন অঙ্ক ছুঁয়ে অলআউট হয় দলটি। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকতে এখন ১০৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করবে বাংলাদেশ।