মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা, আত্মসাতের অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:২৯ পিএম

পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা, আত্মসাতের অভিযোগ

ছবি- সংগৃহীত

নামসর্বস্ব প্রতিষ্ঠান 'সূচনা ফাউন্ডেশনের' মাধ্যমে ৪৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা 'দান' হিসেবে আদায় করা হয়েছে। পরে নানা কায়দায় ওই অর্থ আত্মসাৎ করা হয়। সংস্থাটি তদন্তে ৪৪৮ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। এছাড়াও, ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনেরও অভিযোগ রয়েছে। এই অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী-এমপি, ব্যবসায়ী, এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলে দুদক জানিয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দুদক সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির সুধাসদনে অভিযান চালায়। দুদক জানায়, এই বাড়িটিসহ একাধিক ঠিকানা ব্যবহার করা হলেও কোনোটিতেই প্রতিষ্ঠানটির দৃশ্যমান অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে সাত মাসের তদন্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ লুটপাট ও কর ফাঁকিসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে সংস্থাটি।

মামলার সিদ্ধান্ত নেওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি প্রফেসর ডা. মাজহারুল মান্নান, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ব্যবসায়ী সালমান এফ রহমান, ডা. প্রাণ গোপাল দত্ত এবং সায়ফুল্লাহ আব্দুল্লাহসহ মোট ৩৫ জন।