মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল জারি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:০৪ পিএম

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল জারি

ছবি - সংগৃহীত

হত্যা, রাষ্ট্রদ্রোহসহ মোট পাঁচটি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রুলের ওপর আগামী অক্টোবর মাসে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট, কিন্তু পরবর্তীতে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন। গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশের পর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ওই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়েছিল। এরপর ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যার পর ২৫ নভেম্বর চিন্ময়কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের এই সিদ্ধান্তের পর চট্টগ্রাম আদালত চত্বরের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে চিন্ময় কারাগারে রয়েছেন। গত ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে তিনি হাইকোর্টে আবেদন করেন।