মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

রিজার্ভ চুরির প্রতিবেদন ৮৮ বার পেছাল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১২:৫১ পিএম

রিজার্ভ চুরির প্রতিবেদন ৮৮ বার পেছাল, নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পেছানো হয়েছে। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল মোট ৮৮ বার পেছাল। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ২৯ সেপ্টেম্বর ধার্য করেছেন।

এদিন মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতেই আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। এই ঘটনার প্রায় এক মাস পর, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা হ্যাকারদের আসামি করা হয়েছিল।

মামলা দায়েরের পর থেকে তদন্ত প্রতিবেদন দাখিলে বারবার দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে, যা দেশের আইনি প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলেছে।