মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ০১:২৯ পিএম

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

ছবি- সংগৃহীত

ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দিনেশ মাঙ্গালোর, যিনি ব্লকবাস্টার চলচ্চিত্র 'কেজিএফ'-এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত, মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে নিজের বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি দিনেশ মাঙ্গালোর তার আসন্ন চলচ্চিত্র 'কান্তারা: অধ্যায় ১'-এর শুটিং করছিলেন। শুটিং সেটেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে গত সপ্তাহে তার অসুস্থতা আবার বাড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে বাড়ি ফেরার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দিনেশ মাঙ্গালোর প্রথমে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ের জগতে প্রবেশ করে নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্বচরিত্রে পরিণত করেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান 'কেজিএফ চ্যাপ্টার ১' চলচ্চিত্রে বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। এই চরিত্রে তিনি প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং তার অসাধারণ অভিনয় ভারতজুড়ে দর্শকের প্রশংসা অর্জন করে। তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'রানা বিক্রম', 'আম্বারি' এবং 'কিরিক পার্টি'।

তার মৃত্যুতে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় এবং এরপর সুমনাহল্লি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।