আগস্ট ২৬, ২০২৫, ১২:৩৭ পিএম
ফিক্সিংকাণ্ডে বড় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দল শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) সোমবার নিশ্চিত করেছে, ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত অভিযোগে সাব্বিরকে অন্তত পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমে গুলশানের বিপক্ষে একটি ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটার রাহিম আহমেদ এবং সাব্বিরের অদ্ভুতুড়ে আউটের ধরণ সন্দেহ জাগায়। এরপরই শুরু হয় তদন্ত।
দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ডিপিএল চলাকালীন সাব্বির একটি সন্দেহভাজন বিদেশি নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। আকুর ধারণা, এটি আন্তর্জাতিক বুকমেকার চক্রের অংশ। আকুর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাব্বির বিসিবির দুর্নীতি দমন কোডের একাধিক ধারা ভেঙেছেন। এই অপরাধ এতটাই গুরুতর যে, তদন্তকারীরা আইসিসি’র গ্লোবাল আকু এবং ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথাও ভাবছেন।
আকুর সুপারিশে বলা হয়েছে, সাব্বিরের অপরাধের মাত্রা অনুযায়ী শুধু পাঁচ বছর নয়, তাকে ৮ থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। প্রতিবেদনে ২০১৩ সালে আশরাফুলকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, সেভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। কারণ, এ ধরনের অপরাধ ক্রিকেটের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। এখন সবকিছু নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।