সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

‘বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’ মাথাচাড়া দিয়ে উঠেছে’

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ১০:০৬ এএম

‘বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’ মাথাচাড়া দিয়ে উঠেছে’

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে এবং বিসিবিতে 'নব্য ফ্যাসিস্ট'রা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছে 'ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন'। অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে এখনো কোনো আলোচনা না আসায় ক্লাব সংগঠকদের মধ্যে সন্দেহ বাড়ছে।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন বলেন, "বিসিবিতে 'নব্য ফ্যাসিস্ট'রা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।"

সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করেন, অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, "বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড চালানোর কথা নেই। আমরা নির্বাচন চাই।"

সম্প্রতি বিসিবির সাবেক পরিচালক মাহবুবুল আনামকে নিয়ে নানা সমালোচনা হওয়ায় তিনি এবার নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে বোরহানুল হোসেন বলেন, "আমার মনে হয়, কারোরই মাহবুবুল আনামের সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি নেই। ক্রিকেট সংগঠক হিসেবে তার তুলনা হয় না।"

ষড়যন্ত্রকারীদের নাম জানতে চাইলে সংগঠকরা সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করেননি, তবে তারা জানান, একজন সংগঠকের ব্যক্তিগত বিষয় সামনে এনে তাকে অসম্মানিত করা হচ্ছে।