মোঃমোমিনুল ইসলাম
আগস্ট ২৫, ২০২৫, ০১:০৪ পিএম
ছবি- সংগৃহীত
দিনাজপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়ের এবং নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী। সোমবার (২৫ আগস্ট, ২০২৫) সকালে দিনাজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন মো. এরশাদুল আলম।
লিখিত বক্তব্যে এরশাদুল আলম অভিযোগ করে বলেন, তার স্ত্রী মোছা. মাসিদা খাতুন, যিনি বিরলের মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, বিয়ের পর থেকেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তিনি জানান, তাদের বিয়ের তারিখ ছিল ৩০ মার্চ, ২০১১। এরশাদুল আলমের অভিযোগ, মাসিদা খাতুনের এটি চতুর্থ বিবাহ এবং তার আগের তিন স্বামীর একটি পুত্র সন্তানও রয়েছে। তাদের ১৪ বছর বয়সী পুত্রসন্তান হুজাইফা আলম রয়েছে।
এরশাদুল আলমের দাবি, তার স্ত্রী তার অগোচরে বন্ধুদের সঙ্গে চাকরি থেকে ছুটি না নিয়ে ভারতে গিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করেন, মাসিদা তার বন্ধুদের নিয়ে বাসায় অসামাজিক কার্যকলাপ করেন এবং তাকে দুধে ঘুমের ঔষধ মিশিয়ে অজ্ঞান করে তার মোবাইলে অশ্লীল ছবি দেখেন। এ বিষয়ে তার শ্বশুর-শাশুড়িকে জানালে তারা বলেন, 'আমাদের মেয়ে খারাপ হলে তুমি তাকে তালাক দাও।'
তিনি জানান, তার স্ত্রী তার বিরুদ্ধে ১২ লক্ষ টাকার একটি মিথ্যা যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছেন, যা বর্তমানে চলমান।
এরশাদুল আলম সাংবাদিকদের মাধ্যমে এই ঘটনা প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন এবং জানান, এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।