আগস্ট ২৫, ২০২৫, ০৭:০০ পিএম
চট্টগ্রামের নগরের বাকলিয়া রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে প্রশাসন। এই অভিযানে কারখানার মালিকদের মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৭-এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন উৎপাদন বন্ধ করতে এই অভিযান চালানো হয়। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, এই কারখানাগুলো পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে ক্লিয়ার পলিথিন উৎপাদন করছিল। তাদের প্রিন্টেড পলিথিন উৎপাদনের অনুমতি থাকলেও তারা নিষিদ্ধ ক্লিয়ার পলিথিন উৎপাদন করছিল, যা সম্পূর্ণ অবৈধ।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত কনা। অভিযানে র্যাব-৭ এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অভিযানে অবৈধ পলিথিন জব্দ করার পাশাপাশি পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে কারখানার মালিকদের জরিমানা করা হয়। এই ধরনের অভিযান পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।