শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ১২:৩৬ পিএম

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ছবি- সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। শিক্ষা বোর্ডের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট এবং আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে এই ফল জানানো হচ্ছে। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আবেদনকারী ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী কোনো না কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। তবে আবেদন করেও প্রায় ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ পায়নি।

উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ করা হয়। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী, যার মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার ৪৭১ জন প্রথম ধাপে আবেদন করেনি।

ফলাফল দেখার নিয়ম

একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল জানতে শিক্ষার্থীরা সহজেই অনলাইনে বা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারে।

  • অনলাইনে ফলাফল: শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) এ প্রবেশ করে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবে।

  • এসএমএস-এর মাধ্যমে: আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাঠানো হয়েছে।

যারা প্রথম ধাপে নির্বাচিত হয়েছে, তাদের আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ৩৩৫ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে তাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করে, তবে তার নির্বাচন বাতিল হয়ে যাবে এবং তাকে পুনরায় আবেদন করতে হবে।

পরবর্তী ধাপ ও করণীয়

প্রথম ধাপে যারা কোনো কলেজ পায়নি বা পছন্দক্রম অনুযায়ী কলেজ নির্বাচিত হয়নি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। এই শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

  • দ্বিতীয় ধাপের আবেদন: ২৩ থেকে ২৫ আগস্ট

  • দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: ২৮ আগস্ট

  • তৃতীয় ধাপের আবেদন: ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

  • চূড়ান্ত ভর্তি কার্যক্রম: ৭ থেকে ১৪ সেপ্টেম্বর

এরপর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের কলেজে স্থান পেতে তাদের পছন্দক্রম এবং ফলাফল বিবেচনা করে পরবর্তী ধাপগুলোতে আবেদন করতে পারবে।