আগস্ট ২২, ২০২৫, ০৫:৩০ পিএম
দীর্ঘ সাত-আট মাস চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকার পর সফলভাবে ফিরে এসেছেন বাংলাদেশের তারকা স্প্রিন্টার ইমরানুর রহমান। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় অ্যাথলেটিকসের সামার মিটে অংশ নিয়ে তিনি আবারও দেশের দ্রুততম মানবের মুকুট নিজের করে নিয়েছেন।
গত ফেব্রুয়ারি মাসে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইনজুরির কারণে ইমরানুরের অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব চলে গিয়েছিল মোহাম্মদ ইসমাইলের হাতে। তবে এবারের প্রতিযোগিতায় সেই ইসমাইলকে পেছনে ফেলে আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ৩২ বছর বয়সী এই স্প্রিন্টার। ইমরানুর এবং ইসমাইল দুজনই বাংলাদেশ নৌবাহিনীর হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
গত তিন বছরের মধ্যে এটি ইমরানুরের তৃতীয়বারের মতো দ্রুততম মানব খেতাব জয়। যুক্তরাজ্য প্রবাসী এই অ্যাথলেট তার অভিষেকের পর থেকেই ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন। ২০২৩ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে সোনা জিতে তিনি রীতিমতো ইতিহাস তৈরি করেছিলেন। এছাড়া লন্ডনে একটি মিটে ১০.১১ সেকেন্ডে দৌড়ে তিনি যে রেকর্ড গড়েছিলেন, সেটি এখনো বাংলাদেশের ১০০ মিটার স্প্রিন্টের জাতীয় রেকর্ড হিসেবে গণ্য হয়।
ইনজুরি থেকে ফিরে আসার পর থেকেই ইমরানুর এই খেতাব পুনরুদ্ধারের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। অবশেষে কঠোর অনুশীলন এবং দৃঢ়তার মধ্য দিয়ে তিনি তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছেন।