আগস্ট ২২, ২০২৫, ০৬:০৯ পিএম
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে দারুণ সূচনা করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (২২ আগস্ট) চ্যাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা তাদের প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হয়।
ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য খুব একটা খারাপ ছিল না, কিন্তু সুযোগ কাজে লাগানোর ব্যর্থতা তাদের পিছিয়ে দিয়েছে। অন্যদিকে, ভারত তাদের সুযোগগুলো ঠিকঠাকভাবে কাজে লাগিয়েছে। ম্যাচের ১৪ মিনিটে ভারতের ফরোয়ার্ড পার্ল ফার্নান্দেজ গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ সমতায় ফেরার একটি ভালো সুযোগ পেয়েছিল। ফাতেমা আক্তারের কর্নার থেকে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়, যা দেখে ভুটান ম্যাচের এই জোড়া গোলদাতাকে হতাশা প্রকাশ করতে দেখা যায়।
বিরতির পর ভারতের আক্রমণের ধার আরও বাড়ে। ম্যাচের ৭৬ মিনিটে একটি কর্নার থেকে বদলি খেলোয়াড় বনিফিলিয়া সুল্লাই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর বাংলাদেশ চেষ্টা করেও গোল শোধ দিতে ব্যর্থ হয় এবং ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।
এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট, যেখানে তারা নেপালের বিপক্ষে লড়বে।