আগস্ট ২২, ২০২৫, ০৭:৩৯ পিএম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা, তা নিয়ে তার বাবা ও সদ্য নির্বাচিত বিএনপি নেতা আজিজুর রহমান কোনো মন্তব্য করতে পারেননি। তিনি বলেছেন, পারিবারিক পর্যায়ে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং তিনি নিজেও এ বিষয়ে অবগত নন।
আজিজুর রহমান সম্প্রতি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি মোরগ প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে জয়ী হন। তিনি জানান, তিনি ১৯৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং গত ১৫ বছর ধরে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজিজুর রহমান একজন ব্যবসায়ী। গত বছরের ২০ জুলাই আন্দোলনের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং এতে তার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
উপদেষ্টা মাহফুজ আলমের নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, "মাহফুজ নির্বাচন করবে কিনা পারিবারিকভাবে আলোচনা হয়নি। এ বিষয়ে আমি অবগত নই। আসলে সময়ের পরিক্রমা বলবে কী করব- সেটা একটি জটিল কথা।"
মাহফুজ আলম গত বছরের নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।