আগস্ট ২২, ২০২৫, ০৯:০৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলা এই সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মালয়েশিয়ায় পৌঁছেই নাহিদ তার সফর কার্যক্রম শুরু করেন পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া-এর পক্ষ থেকে প্রবাসী সকল নেতা-কর্মীকে নাহিদের সফরের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।