আগস্ট ২২, ২০২৫, ১০:৪৯ এএম
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যের একটি অংশ নিয়ে সমালোচনা করায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে একহাত নিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান তার ফেসবুক পোস্টে বলেছেন, পিনাকী ভট্টাচার্য 'কাটা দিয়ে কাটা তোলার' কৌশল অবলম্বন করছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, পিনাকী ভট্টাচার্য নুরুল হক নুরকে ঘায়েল করার জন্য প্রথম আলো ও কালের কণ্ঠের মতো গণমাধ্যমের লিংক শেয়ার করছেন। তিনি বলেন, "নুরুল হক নুরকে ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ লিংক শেয়ার করলেন। আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার। তবে নুরুল হক নুরকে ঘায়েল করতে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠের সংবাদ প্রচার করলেন।" এর মাধ্যমে পিনাকী ভট্টাচার্য প্রমাণ করলেন যে তিনি শত্রুকে শত্রুর মাধ্যমে ঘায়েল করছেন।
রাশেদ খান পিনাকী ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বলেন, যারা রাজপথে রক্ত দিয়ে নেতা হয়েছে, তাদের ক্যারিয়ার ধ্বংস করতে একের পর এক ভিডিও না বানানোর অনুরোধ জানান। তিনি বলেন, পিনাকী ভট্টাচার্য একজন জ্ঞানী মানুষ, তবে তাকে হেডলাইন দেখে সিদ্ধান্ত না নিয়ে পুরো সংবাদ বা বক্তব্য পড়ে মন্তব্য করার অনুরোধ করেন। তিনি মনে করিয়ে দেন, নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে গ্রেফতার হয়েছিলেন এবং সরকারের পতনের জন্য লড়েছেন।
রাশেদ খান পিনাকী ভট্টাচার্যের ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, পিনাকী ভট্টাচার্য অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করলেও কেন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তা রহস্য থেকে যায়। তিনি আরও বলেন, এই দেশের মানুষকে ধর্মের বয়ান দিয়ে সহজেই বিভ্রান্ত করা যায়, আর সেই পথের একজন সফল ব্যক্তি পিনাকী।