আগস্ট ২১, ২০২৫, ০৯:০৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, বর্তমানে কিছু রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর আচরণে বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যাত্রা শুরু হয়েছে। তিনি মনে করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ ও সরকার গঠন না হওয়া পর্যন্ত এই যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে, কিন্তু এই নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর নিত্যনতুন শর্ত জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার অতীতে বিএনপির বিজয় ঠেকাতে নানা ধরনের অন্তর্ঘাতী রাজনীতি চালু করেছিল। তিনি অভিযোগ করেন, এবার স্বৈরাচারমুক্ত বাংলাদেশে সেই বিতাড়িত স্বৈরাচারের মতোই কিছু রাজনৈতিক গোষ্ঠী বিএনপির বিজয় ঠেকাতে তৎপর। তিনি বলেন, যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, তারা নানা রকম অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। তিনি তাদের জনগণের শক্তির ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান।
জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশে এই পদ্ধতি প্রচলিত থাকলেও বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এটি এখনো উপযোগী নয়। তবে তিনি বিশ্বাস করেন, গণতন্ত্রে এমন ভিন্নমত থাকা এর সৌন্দর্য এবং বাস্তবতার নিরিখে প্রতিটি ইস্যুই সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে।