বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

এই বছরেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৭:৩৮ পিএম

এই বছরেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’

ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান তার নতুন সিনেমা নিয়ে দর্শকের মাঝে হাজির হতে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, সাকিব ফাহাদ পরিচালিত তার নতুন সিনেমা 'সোলজার' এই বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

শাকিব খান জানান, এবার তিনি ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমায় কাজ করতে আগ্রহী। তিনি বলেন, "ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে।" 'সোলজার'-এর পর আগামী ঈদুল ফিতরে আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স' সিনেমাটি মুক্তি পাবে বলে তিনি জানান।

 শাকিব খান আরও বলেন যে, তার হাতে আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা যথাসময়ে জানানো হবে। তিনি বলেন, "প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।" শাকিব খানের এই ঘোষণায় তার ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ সৃষ্টি হয়েছে।