বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

খেলা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান, জানাল পাকিস্তান নীতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৫, ০৭:৩১ পিএম

খেলা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান, জানাল পাকিস্তান নীতি

ছবি- সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা মানেই ক্রিকেটপ্রেমীদের জন্য এক ভিন্ন ধরনের উত্তেজনা। কিন্তু রাজনৈতিক কারণে ২০১৩ সাল থেকে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। এবার পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত 'ভারতের আন্তর্জাতিক ক্রীড়া আসরসংক্রান্ত নীতি'তে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "যেখানে একে অপরের দেশে দ্বিপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতার বিষয় রয়েছে, সেখানে ভারতীয় দলগুলো পাকিস্তানে প্রতিযোগিতায় অংশ নেবে না। একইভাবে পাকিস্তানি দলগুলোকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না।" এই নীতি ভারতের সামগ্রিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন বলে জানানো হয়েছে।

তবে আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে ভারতের অবস্থান ভিন্ন। বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক ও বহুজাতিক আসরের ক্ষেত্রে, তা ভারতে হোক বা বিদেশে, আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রচলিত প্রথা এবং আমাদের নিজেদের ক্রীড়াবিদদের স্বার্থেই পরিচালিত হই।" এর অর্থ হলো, আইসিসি ও এসিসির টুর্নামেন্ট, যেমন বিশ্বকাপ বা এশিয়া কাপে, ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে খেলতে পারবে।

২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনে ভারতের আগ্রহকে সামনে রেখেও এই নীতিগত অবস্থান নেওয়া হয়েছে। ভারতকে আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের জন্য একটি পছন্দসই গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে বিদেশি ক্রীড়াবিদদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বলেও জানানো হয়েছে।