আগস্ট ২০, ২০২৫, ১১:৫৩ এএম
লন্ডন, ২০ আগস্ট, ২০২৫ - লিভারপুলকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতানোয় অসাধারণ অবদানের জন্য মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ তৃতীয়বারের মতো পিএফএ পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। পেশাদার ফুটবলারদের সংগঠন (পিএফএ) মঙ্গলবার রাতে এই ঘোষণা দেয়। এর মাধ্যমে সালাহ প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার তিনবার জেতার অনন্য রেকর্ড গড়লেন।
গত মৌসুমে সালাহ লিভারপুলের হয়ে ২৯টি গোল করেছেন এবং সতীর্থদের ১৮টি গোলে সহায়তা দিয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে লিভারপুল ২০তম ইংলিশ শীর্ষ পর্যায়ের শিরোপা নিশ্চিত করে, যা ছিল চার ম্যাচ হাতে রেখে।
৩৩ বছর বয়সী এই তারকা এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও এই সম্মানজনক পুরস্কার জিতেছিলেন। এই মৌসুমে পিএফএ বর্ষসেরা পুরস্কারের পাশাপাশি তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড় এবং প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। এই তিনটি পুরস্কার জয় তার ক্রীড়াজগতের অসাধারণ দক্ষতা ও ধারাবাহিকতার প্রমাণ।
এদিকে, অ্যাস্টন ভিলার তরুণ মিডফিল্ডার মরগান রজার্স জিতেছেন পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। দুর্দান্ত মৌসুম কাটানোর পর তিনি ইংল্যান্ড জাতীয় দলেও অভিষিক্ত হয়েছেন।
পিএফএ বর্ষসেরা একাদশেও প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন সালাহ। এই দলে তার লিভারপুল সতীর্থ ভার্জিল ভ্যান ডাইক, রায়ান গ্র্যাভেনবার্চ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং মিলোস কেরকেজও রয়েছেন। এছাড়াও আর্সেনালের উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডেকলান রাইস, নটিংহ্যাম ফরেস্টের মাতজ সেলস ও ক্রিস উড, এবং নিউক্যাসলের আলেকজান্ডার ইসাকও এই দলে জায়গা পেয়েছেন। ইসাক গোল্ডেন বুটের দৌড়ে সালাহর পরেই দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।