রকিবুল হাসান মুন্না
আগস্ট ২০, ২০২৫, ০২:১৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুর: কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন এবং এর রোডম্যাপ ঘোষণার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের চলমান আমরণ অনশন মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর আশ্বাসে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নেন।
উপাচার্য জানান, আগামী ৩০ অক্টোবরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হবে। ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ১৭ আগস্ট থেকে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেন। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও কার্যকর কোনো পদক্ষেপ না দেখে তারা এই কঠোর আন্দোলনে নামেন। অনশন চলাকালে অন্তত ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে দুজন শিক্ষার্থী গত দিনও অসুস্থ হয়ে অনশন প্রত্যাহার করে হাসপাতাল ভর্তি হন।
শিক্ষার্থীরা বলেন, উপাচার্য প্রথমে ১০ কার্যদিবসের সময় চেয়েছিলেন এবং ইউজিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন। এরপর তিনি অক্টোবরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দেন।
শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, "আমরা জীবন দিয়ে এই ছাত্র সংসদ চেয়েছি। সবার মিলিত প্রচেষ্টায় যে আশ্বাস পেয়েছি, তাতে মনে হয় প্রশাসন আমাদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।"
অনশনরতদের প্রতি সংহতি জানানো অন্যান্য শিক্ষার্থীরা জানান, "ছাত্র সংসদ আমাদের অধিকার। বারবার আশ্বাসের পরও বাস্তবায়ন না হওয়ায় আমরা কঠোর আন্দোলনে নেমেছিলাম। তবে প্রশাসনের আশ্বাস এবং অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের অবস্থান স্থগিত করেছি।"
দীর্ঘদিন ধরে ছাত্রসংসদের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় শিক্ষার্থীরা অনশনে বসেন। আন্দোলন তৃতীয় দিনে পৌঁছানোর পর অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে। শেষ পর্যন্ত উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেন।