আগস্ট ২০, ২০২৫, ১২:৫০ পিএম
নতুন জীবনের খোঁজে ইতালিতে পাড়ি জমানো ফেনীর পরশুরাম উপজেলার এক তরুণের সেখানে পৌঁছানোর মাত্র একদিন পরই মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত তরুণের নাম সোহাগ দেওয়ান (৩২)। তিনি পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার মীরু দেওয়ানের ছোট ছেলে। শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত সোহাগ নতুন করে কর্মজীবন শুরু করতে বৈধ পথে ইতালিতে গিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন সোহাগ। নতুন জীবনে স্বপ্নপূরণে গত ১৬ আগস্ট তিনি ইতালির উদ্দেশ্যে রওনা হন এবং ১৭ আগস্ট বিকেলে রোমে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তিনি অসুস্থতা বোধ করলে বড় ভাই বাবলু দেওয়ানের সঙ্গে একটি হাসপাতালে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বড় ভাইয়ের বাসায় ফেরার পর ১৮ আগস্ট দিবাগত রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।
সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, “আমার ছোট ছেলে সোহাগ চিকিৎসা ও স্বপ্নপূরণে ইতালিতে গিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার একদিনের মাথায় তার মৃত্যুর খবর পেয়েছি। এমন করুণ মৃত্যু যেন আর কারও না হয়। পুরো পরিবার শোকে স্তব্ধ। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
সোহাগের বড় বোন আয়েশা আক্তার জানান, সোহাগ বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিলেন। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আবেদন করার পর ২ জুলাই তার ওয়ার্ক পারমিট ইস্যু হয় এবং ১৭ জুলাই তিনি ভিসার জন্য দূতাবাসে আবেদন করেন। মাত্র ১০ দিনের মধ্যে ভিসা হাতে পাওয়ার পর তিনি ইতালিতে যাত্রা করেন। বোন বলেন, “চোখের পলকেই ভাইকে হারিয়ে ফেললাম।”
এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।