বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

মহাখালী সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকে আছে ফায়ার সার্ভিসের গাড়ি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ০৩:৩০ পিএম

মহাখালী সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকে আছে ফায়ার সার্ভিসের গাড়ি

ছবি- সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও, প্রধান সড়কের তীব্র যানজটের কারণে সেগুলো এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, "আগুন লাগার সংবাদ পাওয়ার পর আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় আমাদের কোনো ইউনিট এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।"

এই মুহূর্তে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর পর আগুন নেভানোর কাজ শুরু হবে।

উল্লেখ্য, অতীতেও এই বস্তিতে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই সরু রাস্তা এবং যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হয়েছে। আজকের ঘটনায় সেই একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।