বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১১:৪২ এএম

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

ছবি- সংগৃহীত

মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে অন্যতম পবিত্র আখেরি চাহার সোম্বা আজ। ইসলামিক বিধান অনুযায়ী দিনটি অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে। দিনটি উপলক্ষে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকায় এই দিনটিকে ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ বন্ধ থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আখেরি চাহার সোম্বার তাৎপর্য আখেরি চাহার সোম্বা পালনের মূল কারণ হলো, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাময়িক রোগমুক্তির ঘটনা। দীর্ঘকাল মক্কার কাফেরদের কঠোর নির্যাতন সহ্য করার পর হিজরত করে মদিনায় আসার পরও তিনি ইহুদি ও মোনাফেকদের ষড়যন্ত্রের শিকার হন। জীবনের শেষ দিকে অসুস্থ হয়ে পড়লে মুসলিমদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। কিন্তু সফর মাসের শেষ বুধবার তিনি সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠেন। এই সংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে যে আনন্দ-উল্লাসের সঞ্চার হয়, তা স্মরণ করে মুসলিম উম্মাহ এই দিনটিকে 'শুকরিয়া দিবস' হিসেবে পালন করে।

আজকের দিনে মুসলমানরা গোসল করে দু'রাকাত শোকরানা নফল নামাজ আদায় করেন, দান-খয়রাত করেন এবং রোগ থেকে মুক্তির জন্য দোয়া করেন। দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, দরবার ও খানকায় ওয়াজ-নসিহত, জিকির-আজকার এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।