বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার দুই কনটেইনার গায়েব

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ১০:২৭ এএম

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার দুই কনটেইনার গায়েব

সংগৃহীত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকে প্রায় দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনারের হদিস মিলছে না। নিলামে অংশ নিয়ে শুল্ক ও অন্যান্য চার্জসহ পণ্য ডেলিভারির সব ব্যবস্থা সম্পন্ন করার পরও কনটেইনার দুটি রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। এ ঘটনায় চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এক ব্যবসায়ী।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে প্রায় ২৭ টন ফেব্রিক্সের একটি কনটেইনার ৮৫ লাখ টাকায় কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। শুল্ক, দাম এবং বন্দরের চার্জ বাবদ মোট ১ কোটি ৭ লাখ টাকা পরিশোধের পর তিনি পণ্য ডেলিভারি নিতে যান। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের ইয়ার্ডে গেলে তাকে জানানো হয়, কনটেইনারটি নেই।

4200

এ ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও কনটেইনারটির কোনো হদিস মেলেনি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সেলিম রেজা বলেন, “কাস্টমস কমিশনার বরাবর তিনটি চিঠি দিয়েছি। এখন পর্যন্ত কোনো সদুত্তর পেলাম না। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, আর্থিক ক্ষতি দেড় কোটি টাকার উপরে।”

অন্যদিকে, চট্টগ্রাম কাস্টম হাউসের সহ-কমিশনার মো. সাকিব হোসেন জানান, তারা প্রথমে বন্দরের কাছে চিঠি দিয়ে পণ্যটি খুঁজে বের করতে বলবেন। যদি পণ্যটি পাওয়া না যায়, তবে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, “বন্দরে ৪৮ থেকে ৪৯ হাজার কনটেইনার রয়েছে। এর মধ্যে হ্যান্ডলিংয়ের সময় হয়তো একটি কনটেইনার যে স্থানে থাকার কথা, সেখানে নেই। অন্য কোথাও ঠিকই রয়েছে। খোঁজা হচ্ছে। মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। পাওয়া গেলে জানানো হবে।”