বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বিপিএলে ফিক্সিং: তদন্ত প্রতিবেদন আসেনি, বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ১১:৫০ পিএম

বিপিএলে ফিক্সিং: তদন্ত প্রতিবেদন আসেনি, বললেন বিসিবি সভাপতি

ছবি- সংগৃহীত

বিপিএলের প্রথম দুই আসরের ম্যাচ ফিক্সিং বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো প্রতিবেদন তাদের কাছে আসেনি। তবে সুষ্ঠু তদন্ত ও শৃঙ্খলা রক্ষায় বিসিবি বদ্ধপরিকর বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আজ (১৯ আগস্ট, ২০২৫) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, 'আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন আসেনি। প্রতিবেদন আসার কথা রয়েছে আগামী সপ্তাহে। সেটি হাতে আসার পর আমরা সিদ্ধান্ত নেব।'

আমিনুল ইসলাম বুলবুল জানান, ক্রিকেটারদের মধ্যে শতভাগ শৃঙ্খলা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, 'আমাদের ছেলে-মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই খেলাটাকে রক্ষা করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব। সেটা আমাদের প্রধান লক্ষ্য।'

ক্রিকেটে সততা ও শৃঙ্খলা রক্ষার জন্য বিসিবি 'ক্রিকেট ইনটিগ্রেটি এডুকেশন' চালু করেছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে বুলবুল বলেন, 'চার্টারে ক্রিকেট ইনটিগ্রেটি এডুকেশন রাখা হয়েছে, সারাদেশে যারা ক্রিকেট খেলে এবং খেলার সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের জন্য এটি করা হয়েছে। তারা তখন জানতে পারবেন বাংলাদেশের আইন, ইসলামিক আইন, ধর্মীয় আইন ও মূল্যবোধ সম্পর্কে। সব মিলিয়ে আমরা চেষ্টা করব এই খেলাটাকে আরও কীভাবে সুন্দর করে রক্ষা করা যায়।'

এছাড়া, সভায় ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ক্রিকেটারদের সমস্যার কথা উঠে এসেছে। সিনিয়র খেলোয়াড়রা বিকেএসপিতে খেলার সময়কার সমস্যার কথা জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, 'আলোচনায় অনেক কিছুই এসেছে। আমরা জরিপের জন্য কিছু নির্দিষ্ট প্রশ্ন দিয়েছিলাম। সেগুলোর বাইরেও কথা হয়েছে। সিনিয়র খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট নিয়ে বলেছে, ডিপিএল খেলতে তারা বিকেএসপিতে যায়, সমস্যার কথা বলেছে, আমরা সেগুলো শুনেছি এবং দায়িত্বরত পরিচালকরা উত্তরও দিয়েছেন। সবকিছু মিলিয়ে সকলেই খুব খুশি।'

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ নারী দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, নারী ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রস্তুতি আরও উন্নত করার জন্য কাজ চলছে।