মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ০৮:০৫ পিএম

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ?

ছবি- সংগৃহীত

গত পাঁচ বছরে ভারতে বিদেশি পর্যটক আগমনের ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। তবে, এই সময়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সোমবার (১৮ আগস্ট) দেশটির লোকসভায় এই পরিসংখ্যান তুলে ধরেন।

মন্ত্রী জানান, গত পাঁচ বছরে (২০২০ থেকে ২০২৪) ভারতে বিদেশি পর্যটক আগমনের শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স ও সিঙ্গাপুর স্থান পেয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২০-২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি পর্যটক এসেছে। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে দেশটিতে ভ্রমণ অনেকটাই কমে গেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপড়েন চলার কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্য হারে কমেছে।

মন্ত্রী জানান, ২০২৪ সালে ভারতে মোট প্রায় ৯৯ লাখ ৫২ হাজার বিদেশি পর্যটক এসেছে। বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে বিদেশি পর্যটক আগমনের সংখ্যা ছিল ২৭ লাখ ৪৫ হাজার, ২০২১ সালে ১৫ লাখ ২৭ হাজার, ২০২২ সালে ৬৪ লাখ ৩৭ হাজার, ২০২৩ সালে ৯৫ লাখ ২১ হাজার এবং ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৯ লাখ ৫২ হাজারে। এই সময়ে আন্তর্জাতিক পর্যটক আগমন ধীরে ধীরে বেড়ে ২০২৪ সালে দুই কোটি পাঁচ লাখেরও বেশি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ভারতের পর্যটন খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকের আগমন প্রায় মহামারির আগের স্তরকেও ছাড়িয়ে গেছে।